শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্বোধনের সময় এ কথা জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।
তিনি বলেন, ‘পর্যটন শিল্প বিকাশ,পর্যটকদের ভ্রমণকে আরও বেশি নিরাপদ করতে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে। সেখানে ট্যুর গাইড, পর্যটকবাহী গাড়ি, হোটেল, মোটেলসহ সব পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে আমরা সভা করবো। আমরা চাই বান্দরবানবাসীর সহযোগিতায় আরও নতুন নতুন পর্যটন স্পট চালু করতে। এ ছাড়া পর্যটক আকর্ষণে এ খাদকে এগিয়ে নিতে।
এর আগে গত ৬ জুন শর্ত মেনে রুমা ও থানচি উপজেলার কিছু কিছু পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রশাসন।
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন: টুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েসনের সভাপতি সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসন,টুরিস্ট পুলিশ,সাংবাদিক ও পর্যটন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত বছরের ২ এপ্রিল রুমায় ব্যাংক ডাকাতির পর কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের ধরতে পাহাড়ে অভিযান চালায় সেনাবাহিনী। তখন থেকে রুমা ও থানচি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।