পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ভারতের অধিনায়ক সূর্যকুমারকেও ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ‘৬-০’ বলে কটাক্ষ করেছিলেন রউফ। এতে ভারত-পাকিস্তানের সর্বশেষ সংঘাতের পর অপারেশন সিঁদুরে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার ইঙ্গিত ছিল।
সূর্যকুমার আবার ম্যাচ শেষে জয়টা পেহেলগামে হামলা এবং অপারেশন সিঁদুরে হতাহত ও তাদের পরিবারকে উৎসর্গ করেছিলেন। দুই দলের দুই খেলোয়াড়কে নিয়ে আইসিসির কাছে অভিযোগ গেলে, আইসিসি তাদের জরিমানা করেছে।
তবে হারিস রউফের জরিমানার অর্থ পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের মন্ত্রী মহসিন নাকভি ব্যক্তিগতভাবে দিয়ে দেবেন বলে জানিয়েছেন। রউফের টি-২০ ম্যাচ ফি প্রায় ৪ লাখ ১৮ হাজার পাকিস্তানি রুপি। বাংলাদেশের হিসেবে ১ লাখ ৮০ হাজার টাকা। এর ৩০ শতাংশ প্রায় ১ লাখ ২৫ হাজার পাকিস্তানি রুপি বা ৫৪ হাজার টাকা। যেটা দিয়ে দেবেন নাকভি।