কুষ্টিয়ায় বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় ০৪টি মহিষ আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি আজ দুপুরে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।তিনি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। গত ০৭ সেপ্টেম্বর ২..৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৯-এস হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রামকৃষ্ণপুর মোল্লাপাড়া নামক স্থান হতে নায়েক সজল এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০২টি মহিষ আটক করতে সক্ষম হয়। আটককৃত ০২টি মহিষের আনুমানিক সিজার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।
অন্য দিকে গত ০৮ সেপ্টেম্বর ২.৩০ ঘটিকায় ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/মেইন পিলার হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাজুমারা পোল্টির মুখ নামক স্থান হতে নায়েক সজল এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০২টি মহিষ আটক করতে সক্ষম হয়। আটককৃত ০২টি মহিষের আনুমানিক সিজার মূল্য ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা।
আটকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য* ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা।মালিকবিহীন অবস্থায় আটককৃত ০৪টি মহিষ কাস্টমে জমা রাখা হয়েছে