ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া বিজিবি অভিযনে ৪ কোটি ১৮ লক্ষ টাকার মাদক সহ বিভিন্ন কসমেটিক্স পণ্য উদ্ধার

কুষ্টিয়ায় বেনাপোল হতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বিশেষ তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় প্রায় ৪ কোটি ১৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ৮ বোতল এলএসডি সহ বিভিন্ন প্রকারের ৯৪৮ পিস সিটি গোল্ডের জুয়েলারী সামগ্রী উদ্ধার করেছে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি।

কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদুর রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ ১৫ এপ্রিল বিকাল ৪ টা ২০ মিনিটে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ান বিজিবির সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম এর নেতৃত্ত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া কোর্ট রেলওয়ে ষ্টেশনে বেনাপোল হতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় নিম্নবর্ণিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেঃ

ক। ০৮ বোতল ৫০ এমএল এলএসডি (প্রতি ১০০ এমএল ১ কোটি ৪ লক্ষ টাকা হিসেবে): ৪ কোটি ১৬ লক্ষ টাকা।

খ। ৯৪৮ পিস বিভিন্ন ধরনের সিটি গোল্ড (ইন্ডিয়ান) জুয়েলারী সামগ্রীঃ ২ লক্ষ ১০ হাজার ১০০ টাকা, যার বিস্তারিত নিম্নরূপঃ

(১) সিটি গোল্ডের কানের দুল -১৮ জোড়া × ৫০০=৯,০০০/- টাকা।
(২) সিটি গোল্ডের হাতের বালা-১৫ পিস × ২০০০=৩০,০০০/- টাকা।
(৩) সিটি গোল্ডের হাতের রুলি-০২ জোড়া × ২০০০=৪,০০০/- টাকা।
(৪) সিটি গোল্ডের হাতের চুড়ি-০৫ জোড়া × ৩০০=১,৫০০/- টাকা।
(৫) সিটি গোল্ডের কানের দুল (বড়)-৩৫ জোড়া × ৫০০=১৭,৫০০/- টাকা।
(৬) সিটি গোল্ডের কানের দুল (মাঝারি)-১২ জোড়া × ৪০০=৪,৮০০/- টাকা।
(৭) সিটি গোল্ডের সিতা হার-১০ পিস × ৩০০০=৩০,০০০/- টাকা।
(৮) সিটি গোল্ডের গলার নেকলেস-২৩ পিস × ১০০০=২৩,০০০/- টাকা।
(৯) সিটি গোল্ডের নোলক-৬৬ পিস × ৩০০=১৯,৮০০/- টাকা।
(১০) সিটি গোল্ডের কানের দুল (বড়)-৮০ জোড়া × ৫০০=৪০,০০০/- টাকা।
(১১) সিটি গোল্ডের কানের দুল (ছোট)-২২৫ জোড়া × ১০০=২২,৫০০/- টাকা।
(১২) সিটি গোল্ডের গলার লকেট-৩০ পিস × ১০০=৩,০০০/- টাকা।
(১৩) সিটি গোল্ডের হাতের আংটি-৫০ পিস × ১০০=৫,০০০/- টাকা।

সর্বমোটঃ ৪,১৮,১০,১০০/- (চার কোটি আঠারো লক্ষ দশ হাজার একশত) টাকা।

উদ্ধারকৃত এলএসডি এবং সিটি গোল্ডের জুয়েলারী সামগ্রীর ব্যাপারে বিধি অনুযায়ী পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এই সকল মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল উদ্ধার বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া বিজিবি অভিযনে ৪ কোটি ১৮ লক্ষ টাকার মাদক সহ বিভিন্ন কসমেটিক্স পণ্য উদ্ধার

আপডেট সময় : ১০:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ায় বেনাপোল হতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বিশেষ তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় প্রায় ৪ কোটি ১৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ৮ বোতল এলএসডি সহ বিভিন্ন প্রকারের ৯৪৮ পিস সিটি গোল্ডের জুয়েলারী সামগ্রী উদ্ধার করেছে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি।

কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদুর রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ ১৫ এপ্রিল বিকাল ৪ টা ২০ মিনিটে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ান বিজিবির সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম এর নেতৃত্ত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া কোর্ট রেলওয়ে ষ্টেশনে বেনাপোল হতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় নিম্নবর্ণিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেঃ

ক। ০৮ বোতল ৫০ এমএল এলএসডি (প্রতি ১০০ এমএল ১ কোটি ৪ লক্ষ টাকা হিসেবে): ৪ কোটি ১৬ লক্ষ টাকা।

খ। ৯৪৮ পিস বিভিন্ন ধরনের সিটি গোল্ড (ইন্ডিয়ান) জুয়েলারী সামগ্রীঃ ২ লক্ষ ১০ হাজার ১০০ টাকা, যার বিস্তারিত নিম্নরূপঃ

(১) সিটি গোল্ডের কানের দুল -১৮ জোড়া × ৫০০=৯,০০০/- টাকা।
(২) সিটি গোল্ডের হাতের বালা-১৫ পিস × ২০০০=৩০,০০০/- টাকা।
(৩) সিটি গোল্ডের হাতের রুলি-০২ জোড়া × ২০০০=৪,০০০/- টাকা।
(৪) সিটি গোল্ডের হাতের চুড়ি-০৫ জোড়া × ৩০০=১,৫০০/- টাকা।
(৫) সিটি গোল্ডের কানের দুল (বড়)-৩৫ জোড়া × ৫০০=১৭,৫০০/- টাকা।
(৬) সিটি গোল্ডের কানের দুল (মাঝারি)-১২ জোড়া × ৪০০=৪,৮০০/- টাকা।
(৭) সিটি গোল্ডের সিতা হার-১০ পিস × ৩০০০=৩০,০০০/- টাকা।
(৮) সিটি গোল্ডের গলার নেকলেস-২৩ পিস × ১০০০=২৩,০০০/- টাকা।
(৯) সিটি গোল্ডের নোলক-৬৬ পিস × ৩০০=১৯,৮০০/- টাকা।
(১০) সিটি গোল্ডের কানের দুল (বড়)-৮০ জোড়া × ৫০০=৪০,০০০/- টাকা।
(১১) সিটি গোল্ডের কানের দুল (ছোট)-২২৫ জোড়া × ১০০=২২,৫০০/- টাকা।
(১২) সিটি গোল্ডের গলার লকেট-৩০ পিস × ১০০=৩,০০০/- টাকা।
(১৩) সিটি গোল্ডের হাতের আংটি-৫০ পিস × ১০০=৫,০০০/- টাকা।

সর্বমোটঃ ৪,১৮,১০,১০০/- (চার কোটি আঠারো লক্ষ দশ হাজার একশত) টাকা।

উদ্ধারকৃত এলএসডি এবং সিটি গোল্ডের জুয়েলারী সামগ্রীর ব্যাপারে বিধি অনুযায়ী পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। এই সকল মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল উদ্ধার বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।