লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডব পাশাপাশি আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক মানবিক সহয়তা সংস্থা রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী লিবিয়ায় এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।
এদিকে লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসনের অনুমান অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ৩,০০০ এ পৌঁছেছে। তাদের অনুমান অনুযায়ী প্রায় ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বেনগাজি প্রশাসন জানিয়েছে যে, ভূমধ্যসাগরীয় শহর দেরনা থেকে এক হাজারেরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।