রোহিঙ্গাদের জন্য ৪২ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি পররাষ্ট্র কমনওয়েলথ অ্যান্ড উন্নয়ন অফিস (এফসিডিও) স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার ৩০ লাখ পাউন্ড (প্রায় ৪২ কোটি টাকা) দেয়ার ঘোষণা দেন। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। যুক্তরাজ্য সরকারের এ নতুন সহায়তা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) মাধ্যমে দেয়া হবে।
ফিলিপ বার্টন বলেন, আমি যুক্তরাজ্যের অবদান হিসেবে ইউএনএইচসিআরকে আরো ৩০ লাখ পাউন্ড সহায়তা ঘোষণা করতে পেরে আনন্দিত। এ অর্থ কক্সবাজার ও ভাসানচরের উদ্বাস্তুদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন পরিষেবা ও রান্নার জ্বালানি নিশ্চিত করতে সহায়তা করবে। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার ছয় বছর পরও যুক্তরাজ্য বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাসহ এই সংকটে ক্ষতিগ্রস্ত সকলের পাশে আছে। ২০১৭ সালের ঐ সহিংসতার পর রোহিঙ্গারা তাদের নিজ ভূমি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।