সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৭ অপরাহ্ন

ইউনূসকে নিয়ে অশুভ খেলায় বিএনপি : ওবায়দুল কাদের

আরফান হাসান শুভ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
ইউনূসকে নিয়ে অশুভ খেলায় বিএনপি : ওবায়দুল কাদের

বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনকে নিয়ে ‘তাণ্ডব’ চালিয়েছিল মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবার ড. ইউনূসকে নিয়ে বিএনপি ওয়ান-ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে মিছিল-পূর্ব এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। সৃষ্টকে পালন করতে হবে। এখানে অশান্তির হুমকি আছে। শ্রীকৃষ্ণের উপদেশ মতো শান্তি যাতে বজায় থাকে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘গত সাড়ে ১৪ বছরে এটা প্রমাণ হয়েছে-শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন মানুষ রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হিন্দু ভাইবোনরা নিরাপদে ছিলেন। এবার আমি ভয় পাচ্ছি যে, অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কোনো ঘটনা যদি ঘটায়, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং, আমাদের আরো সতর্ক থাকতে হবে।’

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল। সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজী সেলিমসহ সনাতন ধর্মের নেতারা। পরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর