খুলনা মহানগরীর ১২ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও সাংবাদিক মুজতবা নজরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ১০ টার সময় খালিশপুর আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রাথমিক ভাবে জানা গেছে, ১২নং ওয়ার্ডের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ায় এ ঘটনা ঘটিয়েছে।
ভুক্তভুগীর পরিবার মামুন যায়যায়দিনকে জানান। আমার ভাই প্রতিদিনের ন্যায় অফিস থেকে বাসায় ফিরার পথে কবুতরের খাবার নেওয়ার জন্য বাজারে যায়। পৃর্বের শ্রুতার জের ধরে চিহিৃত মাদক ব্যবসায়ী সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করে এ ঘটনা ঘটিয়েছে।
তার সাথে আরো ১০,১২ জন সন্ত্রাসীরা ছিল বলে জানান মামুন।
মহানগরীর ১২ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও সাংবাদিক মুজতবা নজরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে হত্যা করার জন্য ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।
খবর পেয়ে গুরুত্বর আহত নজরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কর্ত্যব্যরত চিকিৎসক জানান, প্রচুর রক্ত ক্ষরনের কারণে ঝুঁকিতে আছেন আহত নজর। রুগীর অবস্থা খুব খারাপ তাই গত রাতেই আই,সিও এম্যবুলেন্স করে তাকে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়।
এদিকে খালিশপুর এসব সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে বলে পুলিশ জানান।