জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে সায়ুম (৭) ও মাহিন (১১) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়ুম ও মাহিম সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সূত্র জানায়, তালুকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহিন হাসান (১১) ও খোকা মিয়ার ছেলে সায়ুম হোসেনসহ (৭) কয়েকজন বিকালে বাড়ির পাশে খেলা করছিল। খেলার ফাঁকে মাহিন ও সায়ুম পুকুরের পানিতে নামে।
দীর্ঘ সময় পানি থেকে না উঠায় অন্যরা বাড়িতে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন তাদের নিথর দেহ উদ্ধার করেন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।