সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেলে পুলিশ-চিকিৎসক সংঘর্ষ, কর্মবিরতি ঘোষণা

আরফান হাসান শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
ময়মনসিংহ মেডিকেলে পুলিশ-চিকিৎসক সংঘর্ষ, কর্মবিরতি ঘোষণা

ময়মনসিংহ:মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীর চিকিৎসা নিয়ে কথা কাটাকাটির জের ধরে পুলিশের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতের এ ঘটনায় ৮ ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন। আহতদের মধ্যে ডা. শামীম রেজা ও ডা. সাদিককে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

[৩] হামলার ঘটনায় ময়মনসিংহ মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম ও কনস্টেবল আরিফকে সামরিক বরখাস্ত’সহ ক্যাম্পের পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

[৪] এদিকে, হামলাকারীদের বিচার ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়েছে।[৫] ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর