নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সোনারগাঁও উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক মোঃ রোবায়েত হোসেন শান্ত সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।
প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটি’র ট্রেড ইউনিয়ন সমন্বয় সম্পাদক মোঃ ফিরোজ হোসাইন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আব্দুল কাদির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সিরাজুল হক, সদস্য মজিবুর রহমান, সদস্য আলমগীর হোসেন, জামপুর ইউনিয়ন সাবেক যুবলীগের সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাসুম, সাদিপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি প্রার্থী জাহাঙ্গীর হোসেন ও নজরুল ইসলাম, তাইজুদ্দিন, শাহাদাত হোসেন বাদশা, সহ অসখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন, কমিটি ঘোষণা করা হয় নাই, পরবর্তীতে জানানো হবে ।