রবিবার, ২৮ মে ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন

“জামালপুরের প্রত্যন্ত গ্রামে বসে ডলার আয়”

ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

“ধৈর্য্য ধরে কষ্ট করে সর্বোচ্চ চেষ্টা করুন, সফলতা আসবেই ইনশাআল্লাহ”

“উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ‌ হয় ময়মনসিংহ শহরে। উচ্চ মাধ্যমিক শেষে ছুটিতে আমি সিদ্ধান্ত নেই গ্রামে থেকেই‌ পড়াশোনা করার এবং পড়াশোনার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করার।
সেই চিন্তা থেকেই‌‌ আমি পরিবারের সাথে জামালপুর তার পিতৃ নিবাসে চলে যাই।
এবং তার মায়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেই ফ্রিল্যান্সিং শেখার।‌ কিন্তু জামালপুরে ভালো ট্রেনিং সেন্টার না পাওয়ায় ফ্রিল্যান্সিং শিখতে ময়মনসিংহের নকরেক_আইটি_ইন্সটিটিউট – এ ভর্তি হই।‌ কিন্তু জামালপুরের বাসিন্দা হ‌ওয়ায় আমার জন্য তখন ট্রেনিং করা ছিল খুবই কষ্টকর ব্যাপার।‌ কিন্তু তবুও নিয়মিত শেখা শুরু করি। কিন্তু সেসময় সমাজের কিছু মানুষ সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি‌ করেছিল‌। কিন্তু সকল বাধা পেরিয়ে আমি নিয়মিত জামালপুর থেকে ময়মনসিংহ যেয়ে নিয়মিত ক্লাস চালিয়ে যাই এবং ক্লাস চলাকালীন সময়েই Subir Xavier Nokrek ভাইয়ার সহযোগিতায় ফাইবার মার্কেটপ্লেসে আমেরিকান কায়েন্টের প্রথম অর্ডারটি সফলতার সাথে সম্পন্ন করি।‌ এভাবেই শুরু হয় আমার ফ্রিল্যান্সিং যাত্রা।”
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
এখন পর্যন্ত আন্তর্জাতিক মার্কেটপ্লেস এবং লোকাল সব মিলিয়ে শতাধিক প্রজেক্ট সফল ভাবে সম্পন্ন করেছি।‌ ২০২০ থেকে ঘরে বসেই আমেরিকা,‌ কানাডা, ইউকে,‌‌ জার্মানি, চীন সহ বিভিন্ন দেশের কায়েন্ট এর কাজ করে চলেছি।”

২ জুলাই ২০২২, রোজ শনিবার জামালপুর হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak Sir… উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে  মোঃ খালেকুজ্জামান সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রধানমন্ত্রীর আইসিটি প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak স্যারের নিকট হতে উপহার গ্রহণ করেছি। ‌

নতুনদের উদ্দেশ্যে বলতে চাই “উপার্জনের থেকে শেখার চেষ্টা করাটাই মুখ্য বিষয়,‌ কারণ ভালো কাজ জানলে মাসে লক্ষাধিক টাকা আয় করা অসম্ভব নয়। তাই উপার্জনের চিন্তা ছেড়ে ধৈর্যের সাথে নিজেকে প্রথমে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।”

ভবিষ্যতের পরিকল্পনা – “ভবিষ্যতে আমি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এবং নিজের জ্ঞানকে ছড়িয়ে দিয়ে জামালপুর জেলা‌ সহ‌ দেশের বেকার যুবকদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই।
এ বিষয়ে আমি সরকারের‌ এবং যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর