কক্সবাজার জেলার প্রশংসিত সাংবাদিক সংঘটন জেলা প্রেসক্লাব কতৃক অনুমোদিত চকরিয়া উপজেলা প্রেসক্লাবের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।
অদ্য সকাল ১০টায় চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথের সঞ্চালনায় উক্ত অনুষ্টানের প্রধান অতিথি কক্সবাজার চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোঃ জাপর আলম এম পি, ফিতা কেটে কার্যালয় শুভ উদ্বোধন করে।
প্রধান অতিথির বক্তব্যে বলেন কক্সবাজার জেলা সহ সংসদীয় আসন চকরিয়া পেকুয়াকে বিশ্ব দরবারে নন্দিত ও প্রশংসিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।বিশেষ অতিথি জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন এম পি জাপর আলমের সাথে একাত্বতা পোষন করে অপ সাংবাদিকতা রুখে দিতে উক্ত প্রেসক্লাব গঠন করা হয়েছে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, সিনিয়র সহ সভাপতি ফরিদুল আলম শাহিন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পূণ্য বর্ধন বড়ুয়া সহ শতাধিক সাংবাদিক বৃন্দ।