লালমনিরহাটের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুলের দিক-নির্দেশনায়
ফেন্সিডিলসহ আব্দুল সাত্তার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১০আগস্ট) দুপুর ১২ টার দিকে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ওই মাদক ব্যবসায়ীর বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আঃ সাত্তার উপজেলার গোড়ল ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকার রহমত আলীর ছেলে।
গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়ল ইউনিয়নের মাদক ব্যবসায়ী আব্দুল সাত্তারের বাড়িতে অভিযান পরিচালনা করে তার বসত বাড়ি জব্দ করে ৩৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গেলাম রসুল জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে লালমনিরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। যাহার মামলা নং-২২।