কক্সবাজার সদরের তারাবনিয়ার ছড়া জামে মসজিদের ১২৩কোটি ৫০লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সভাপতি শফিক মাষ্টার গং এর বিরুদ্ধে, এমন অভিযোগ করে তারাবনিয়ার ছড়া এলাকাবাসি মানববন্ধন করেছে।
কক্সবাজার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী তারাবনিয়ারছড়া জামে মসজিদ এলাকার ধনী,গরীব,ফকির, মিসকিন দলমত নির্বশেষে সকল মুসল্লিগন ধর্ম ব্যবসায়ী টাকা আত্মসাৎ কারী শফিক মাষ্টারদের বিরুদ্ধে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
তারাবনিয়ারছড়া জামে মসজিদের সহায় -সম্পত্তি, চাঁদা ওতহবিল পুনরুদ্ধার এবং সরকারী নীতি মালা অনুসারে তারাবনিয়ারছড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠনের দাবীসহ অন্যন্য দাবীতে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সমনে মানববন্ধন কর্মসূচি পালন করে সর্বস্তরের মানুষ। এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী ।