কক্সবাজারে শহরে দক্ষিণ হাজীপাড়ার এলাকার ১৪ বছরের এক স্কুল ছাত্রীকে অপহরণের দীর্ঘ ২২দিন পর উদ্যার করেছে পুলিশ।অপহৃত ছাত্রী কক্সবাজার দক্ষিণ সাহিত্যিকা পল্লী ৯ম শ্রেণির ছাত্রী বলে জানাযায়।, এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন শিশু নির্যাতন আদালত মামলা দায়ের করেন
অপহরণের শিকার কিশোরী জানান দক্ষিণ হাজী পাড়া সড়কের পাশে স্কুল যাওয়ার গাড়ীর অপেক্ষায় করছিল এসময় এসম বিজিবি ক্যাম্প এলাকায় আবুল কালাম সিকদারের বকাটে পূত্র ইমাম হোসেন জোরপূর্বক তাকে গাড়ি তুলে নিযে নেন,ঘটনার ২২দিন পর ঐ কিশোরীকে উদ্ধার করে পুলিশ।