March 31, 2023, 9:36 pm

সিদ্ধিরগঞ্জে বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় Wednesday, January 25, 2023
  • 86 বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি বৌ-বাজার এলাকা ছোট বাচ্চাদের খেলাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে সাইফুল ও সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় মিলন নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ জানুয়ারি) বিকেল ৫ টায় এ হামলার ঘটনায় রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী মো. মিলন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- সাইফুল, শাহ আলম, হাবিব, ফয়সাল, সাগর সহ অগ্যাত ৪/৫ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল ৫ টায় ভুক্তভোগী মো. মিলনের ভাগিনাকে মারধর করা হয়েছে খবর পেয়ে প্রতিবাদ করতে গেলে সন্ধ্যা ৬ টায় অভিযুক্তরা দেশীয় অস্র’সহ তার ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় প্রতিষ্ঠানের চেয়ার-টেবিল ভাঙচুর করে মিলনকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা।

স্থানীয়নারা জানান, আমাদের ৪নং ওয়ার্ডে দিন দিন অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মাদক ও কিশোর গ্যাং ব্যাপক বেড়েছে। অভিযুক্তরা অনেকেই মাদক ব্যাবসার সাথে জড়িত, থানায় মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে। সাইফুল ওয়ারেন্টভুক্ত আসামী। এরা একটার পর একটা ঘটনা ঘটিয়ে এলাকার ত্রাস বনে গেছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা। তারা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই জহির বলেন, মারামারির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে কাউকে পাওয়া যায়নি। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

Categories