শনিবার, ০৩ জুন ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন

মাইনর হার্ট অ্যাটাক নিয়ে বিএসএমএমইউতে ভর্তি কাদের সিদ্দিকী

ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

মাইনর হার্ট অ্যাটাকের কারণে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) তাকে সেখানে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিএসএমইউ’র কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রসুল আমিন জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটি মাইনর হার্ট অ্যাটাক হয়েছে। সকালে আমরা তার এনজিওগ্রাম করেছি। তার হার্টে দুটি ব্লক আছে, তবে ব্লকগুলো গুরুতর না হওয়ায় রিং পরানো লাগছে না।

তিনি আরও বলেন, কাদের সিদ্দিকী এখন অনেকটা সুস্থ। আশা করছি তার রিং পরানো লাগবে না।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, ভর্তির পরপরই কাদের সিদ্দিকীর সুচিকিৎসা নিশ্চিত করতে অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, অধ্যাপক ডা. মুহাম্মদ আবুল হাসনাত, অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ এবং ডা. মো. রসুল আমিনের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর