চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিনবছর করার শিক্ষামন্ত্রীর ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পলিটেকনিক প্রাঙ্গণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয়দের হস্তক্ষেপে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর আত্মঘাতী বক্তব্যে সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ। চার বছর মেয়াদী কোর্স কোনোভাবেই তিন বছর করার সিদ্ধান্ত যৌক্তিক নয়। এমন সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
গত ২২ আগস্ট একই দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন করেন। পরে অধ্যক্ষ শওকত হোসেনের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।