যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার উত্তেজনার মধ্যেই তাইওয়ানে সফর করেছেন এক মার্কিন গভর্নর। চীনের অব্যাহত সামরিক হুমকির কারণে সম্প্রতি তাইপেইয়ের সঙ্গে বাণিজ্য আলোচনার ঘোষণার কয়েকদিন পরই তিনি এই সফরে গেলেন। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর এরিক হলকম্ব সোমবার তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেছেন।
স্থানীয় সময় রোববার তাইওয়ানে পা রাখেন এরিক হলকম্ব। তার এই সফরকে অর্থনৈতিক উন্নয়ন সফর বলে উল্লেখ করা হয়েছে।
চলতি মাসে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। তার এই সফরের সময় নজিরবিহীন সামরিক মহড়া চালিয়েছে বেইজিং।
তাইওয়ানকে বৈধতা দিতে পারে এমন যে কোনো কূটনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে বেইজিং। পশ্চিমা কর্মকর্তা ও রাজনীতিবিদদের তাইওয়ান সফরে বরাবরই ক্ষোভ প্রকাশ করে আসছে দেশটি। তাইওয়ান নিজেদের স্বাধীণ রাষ্ট্র হিসেবে দাবি করে আসলেও চীন তা প্রত্যাখ্যান করে।
এদিকে সোমবার গভর্নর এরিক হলকম্বের সঙ্গে বৈঠকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সরাসরি বেইজিংয়ের মহড়ার উল্লেখ করেছেন এবং সমমনা দেশগুলোকে তার দেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে আমাদের ওপর ক্রমাগত কর্তৃত্ববাদ বাড়ছে। তাইওয়ান প্রণালী এবং এর আশেপাশে চীনের সামরিক হুমকি বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
অপরদিকে এরিক হলকম্ব বলেন, অনেক বিষয়েই যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের একই ধরনের নীতি এবং লক্ষ্য রয়েছে। আমরা তাইওয়ানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাব।