সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:২৮ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা তুলে নিতে ফিফার কাছে আকুতি ভারতের, সাফের আরও অপেক্ষা

ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

ফিফার নিষেধাজ্ঞায় আছে ভারতের ফুটবল। আগামী ৬ থেকে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারত থাকবে কিনা, সেজন্য মঙ্গলবার পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত ছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের।

এর মধ্যে ভারত নিষেধাজ্ঞামুক্ত না হলে তাদের বাদ দিয়েই ২৪ আগস্ট বুধবার টুর্নামেন্টের সূচি পুননির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছিল সাফের। ১৭ আগস্ট সাফের নির্বাহী কমিটিতে নেওয়া সে সিদ্ধান্ত এবার তারা স্থগিত করেছে। অর্থাৎ ভারতকে বাদ দিয়ে এখনই টুর্নামেন্টের ফিকশ্চার পরিবর্তন করছে না সাফ।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বুধবার বলেছেন, ‘২৩ আগস্ট পর্যন্ত অপেক্ষা করে ২৪ আগস্ট নতুন সূচি তৈরির যে সিদ্ধান্ত ছিল আমাদের, সেটা স্থগিত রাখা হয়েছে। কারণ, ভারত এরই মধ্যে তাদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতে ফিফায় আবেদন করেছে। তারা ফিফার সব শর্ত মেনে নির্বাচনের দিকে হাঁটছে। একটা ইতিবাচক কিছু দ্রুতই হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া টুর্নামেন্টের এখনও বাকি ১৩ দিন। তাই আমরা ভারতকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা এখনই নিচ্ছি না। দেখি আরো কয়েকদিন।’

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারত আছে বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে। অন্য দুই দেশ-পাকিস্তান ও মালদ্বীপ। ভারত যদি শেষ পর্যন্ত খেলতে নাই পারে, তখন টুর্নামেন্টের সময়কাল কমবে কিনা? এমন এক প্রশ্নের জবাবে আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘না, টুর্নামেন্টের সময়কাল আগের মতোই থাকবে। ভারত যদি না খেলতে পারে, তাহলে যেদিন দুটি ম্যাচ ছিল সেদিন একটি হবে।’

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) তাদেরকে নিষেধাজ্ঞামুক্ত করতে সব ধরনের চেষ্টা করছে। দেশটির আদালতের তৈরি করা কমিটি বাতিল হয়ে গেছে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২ সেপ্টেম্বর। নিষেধাজ্ঞার সঙ্গে যেসব শর্ত দিয়েছিল ফিফা, তার সবগুলো মেনে নিয়েই ভারতীয় ফুটবল ফেডারেশন নতুন নির্বাচনের পথে এগোচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর