রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৫৪ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে বিআইএফসি

ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২

গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স (বিআইএফসি)। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।

সবশেষ সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৬ দশমিক ৮১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ২ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৯ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ১১ টাকা ৯০ পয়সা।

অবশ্য এই দরপতনের আগে কোম্পানিটির শেয়ার দাম প্রায় এক মাস ধরে বাড়ে। এতে এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়। গত ১৪ জুলাই বাংলাদেশ ইন্ডিস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ারের দাম ছিল ৬ টাকা ২০ পয়সা। সেখান থেকে টানা বেড়ে ৪ আগস্ট প্রতিটি শেয়ারের দাম ১২ টাকা ৭০ পয়সায় ওঠে। এরপর থেকেই কোম্পানিটির শেয়ার দাম কমতে শুরু করে।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি লোকসানে নিমজ্জিত থাকায় দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিচ্ছে না। সর্বশেষ ২০১৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। এরপর আর কোনো লভ্যাংশ দেয়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সর্বশেষ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটি শেয়ার প্রতি ১২ টাকা ২০ পয়সা লোকসান করেছে।

একদিকে লোকসানে নিমজ্জিত হয়ে পড়া, অন্যদিকে বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়া কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে বিনিয়োগকারীদের সতর্ক করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। তবে ডিএসইর সতর্ক বার্তাও কোম্পানিটির শেয়ার দাম বাড়ার প্রবণতা দেখা যায়। কিন্তু অস্বাভাবিক দাম বাড়ার পর এখন আবার দাম কমতে দেখা যাচ্ছে।

এদিকে দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে খুব একটা আগ্রহী হয়নি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে এক কোটি ৭৯ লাখ ৫৮ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩৫ লাখ ৯১ হাজার টাকা।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৭৭ শতাংশ। ৮ দশমিক ২২ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা সোনারগাঁও টেক্সটাইলের দাম কমেছে ৭ দশমিক ৮৬ শতাংশ। কেডিএস এক্সসরিজের ৭ দশমিক ৭৪ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৭ দশমিক ১৬ শতাংশ, জুট স্পিনার্সের ৭ দশমিক ১০ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক শূন্য ৮ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫ দশমিক ৬৬ শতাংশ এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ৫ দশমিক ৪৫ শতাংশ দাম কমেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর