হঠাৎ বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এতে যোগ দিয়েছেন।
সূত্র জানায়, দেশের বর্তমান পরিস্থিতিসহ নানা ইস্যুতে এই বৈঠক ডাকা হয়েছে। এছাড়াও আদালতে আইনজীবীদের ওপর হামলাসহ নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এমনকি আগামী দিনের কর্মসূচিও ঠিক হতে পারে এই বৈঠকে।