শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন

পাবনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২

আরফান হাসান শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সুজানগর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মো. কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১) এবং চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামের মজনু মাস্টারের ছেলে রুম্মান (২২)। সিফাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

পাকশী হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশা করে ৩ জন ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। আর রাব্বি পরিবহণের একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর