সোমবার, ০৫ জুন ২০২৩, ০৪:০৯ অপরাহ্ন

রাবাদার গতিঝড়ে ১৬৫ রানেই গুটিয়ে গেলো ইংল্যান্ড

ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

ঘরের মাঠ যেন অচেনা ঠেকলো ইংল্যান্ডের কাছে। ক্রিকেটতীর্থ লর্ডসে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার তোপে প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে গেলো স্বাগতিকরা।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ৬ উইকেটে ১১৬ রান করেছিল ইংলিশরা। দ্বিতীয় দিনে তারা সেই সংগ্রহটা টেনে নিতে পেরেছে ১৬৫ পর্যন্ত। বলতে গেলে একাই লড়াই করা অলি পোপ আউট হন ৭৩ করে।

অধিনায়ক বেন স্টোকসের ব্যাট থেকে আসে ২০ রান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ফলে ৪৫ ওভারেই গুটিয়ে গেছে স্বাগতিক দল।

প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ৫২ রান খরচায় একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া অ্যানরিচ নর্টজে ৩টি এবং মার্কো জানসেন নেন ২ উইকেট।

জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার আর সারেল এরউই দুজনই অপরাজিত ৭ রানে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর