রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৩৪ পূর্বাহ্ন

রংপুর জেলায়, বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগে ৯(নয়) জন ভূয়া পরিক্ষার্থী আটক

ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

!

নিজস্ব প্রতিবেদক

অদ্য ১৫.০২.২০২৩ খ্রি: সকাল ১০.০০ ঘটিকায় রংপুর পুলিশ লাইন্স মাঠে অত্র জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে রংপুর জেলার প্রার্থীদের Physical Endurance Test-এ কৃতকার্যদের পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে লিখিত পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা শুরু হলে পরীক্ষকগন ০৭টি কক্ষ থেকে মোট ০৯(নয়) জন ভূয়া পরিক্ষার্থীকে আটক করে ডিবি পুলিশ, রংপুরের কাছে হস্তান্তর করেন। আটককৃতরা হলেন পিন্টু লাল(২৬), পিতা- রতন লাল, মাতা-রত্না রানী, সাং-জলেশ্বরীতলা, থানা ও জেলা- দিনাজপুর; তাজুল ইসলাম (২৬), পিতা ইদ্রিস আলী, মাতা- বেলা বেগম, সাং-গেদ্দবালাপাড়া, থানা-কাউনিয়া, জেলা- রংপুর; জাকারিয়া রিপন (২৮), পিতা- মোস্তাকিম আলী, মাতা-কল্পনা বেগম, সাং-গঞ্জিপুর অছিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা- রংপুর; এ/পি- মামা-শাহজাহান আলী, সাং-ধনতলা পশ্চিমপাড়া, থানা-কোতয়ালী, জেলা-রংপুর, মাহফুজার রহমান (১৯),পিতা শাহ আলম, মাতা-অজিমা বেগম, সাং-চিথলী দক্ষিণপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর; জাবের আলী(২৫), পিতা- জয়নাল আবেদীন, মাতা-লিপি বেগম, সাং-হাসানপুর, থানা-পীরগঞ্জ, জেলা- রংপুর; ফুয়াদ হাসান(২২), পিতা-মেহেদী হাসান, মাতা-ফাতেমা বেগম, থানা-মিঠাপুকুর, জেলা- রংপুর; পরিমল সরকার(২৮), পিতা- তরুণী সরকার, মাতা-আল্পনা সরকার, সাং-কিসামত পাহাড়ভাঙ্গা, থানা-সদর, জেলা- ঠাকুরগাঁ; জিসান শেখ(১৯), পিতা-গোলাম মোস্তফা বাটুল, মাতা-জেসমিন বেগম, সাং-হাতিমপুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর; মেজবাহ হামিদুল্লাহ প্রধান শুভ (২৬), পিতা- খাজা নাজিম উদ্দিন, মাতা-মৃত হাছিনা বেগম, সাং-আসমতপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুরগণ। আটককৃতদের ডিবি পুলিশ, রংপুরের মাধ্যমে কোতয়ালী থানা আরপিএমপি, রংপুরে হস্তান্তর করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর