গতবছর ইউরোপিয়ান ফুটবলে উয়েফার বিদ্রোহী টুর্নামেন্ট হিসেবে সুপার লিগের কথা শোনা গিয়েছিল। সেই সুপার লিগের প্রতিষ্ঠাকালীন ১২ সদস্যের মধ্যে ৯টিই সরে দাঁড়ালে ভেস্তে যায় সেই পরিকল্পনা। তবে এখনও এই লিগের আশা বাঁচিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস।
সেই সুপার লিগ এখনও আলোর মুখ দেখেনি। আদৌ এটি বাস্তবায়িত হবে কি না তা জানা নেই কারও। তবে এবার নতুন আরেক টুর্নামেন্টে খেলতে নামছে এ তিন দল। আগামী মাসে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া সকাল চ্যাম্পিয়ন্স ট্যুরে খেলবে স্পেন ও ইতালির শীর্ষস্থানীয় ক্লাব তিনটি।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাস ভেগাসে গুয়াদালারার মুখোমুখি হবে জুভেন্টাস। পরদিন একই মাঠে হবে সবচেয়ে আকর্ষণীয় এল ক্লাসিকো ম্যাচটি। যেখানে লড়বে দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আগামী ৩০ জুলাই লস অ্যাঞ্জেলসে রিয়াল ও জুভেন্টাসের ম্যাচ দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।