সোমবার, ০৫ জুন ২০২৩, ০৪:৩১ পূর্বাহ্ন

মতলবে নৌকা ডুবিতে সন্তানদের বাঁচাতে গিয়েপিতা নিখুজ

ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২

চাদপুরের মতলব ধনাগোদা নদীতে নৌকা ডুবিতে একজন নিখুজ হয়েছে । এতে সঙ্গে থাকা ছেলে ও ভাতিজা বেঁচে গেলেও এখনও সন্ধান পাওয়া যায়নি পিতার । গতকাল শুক্রবার বিকেল ৪টায় মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তি হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি নন্দনপুর গ্রামের সাত্তার ফকিরের ছেলে হযরত আলী (৩৮)

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার নন্দলালপুর বাজার এলাকায় ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটা থেকে নৌকায় করে ৫০টি ইট নিয়ে দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের দিকে রওনা দেন হযরত আলী ও তার ছেলে হাসিব (৪) এবং ভাতিজা মো. ইমরান (১০) ধনাগোদা নদীর নন্দলালপুর পৌঁছালে পাশ দিয়ে যাওয়া বেপরোয়া ট্রলারের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এসময় ছেলে ও ভাতিজাকে নিয়ে সাঁতরে ট্রলারে তুলে দিতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যায় হযরত আলী।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আসাদুজ্জামানন জানান, নিখোঁজের উদ্ধারে গতকাল সন্ধ্যা ৭টাশ জেলা সদর থেকে ফায়ার সার্ভিস স্টেশনের ছয়জনের ডুবুরি দল ঘটনাস্থলে রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে পাওয়া না যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। ২৫ জুন শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২ টা পর্যন্ত উদ্ধারে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি ।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ শাজাহান কামাল বলেন ঘটনাটি আমি শুনেছি ঘটনাস্থলে নৌপুলিশ পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর