বাবার ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা।
।
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া জাহাজমারা ইউনিয়নে বাবার ওপর অভিমান করে জোবাইদা বেগম (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার (২০ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত জোবাইদা বেগম, জাহাজমারা ২নং ওয়ার্ডের
জাহাজমারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম এর মেয়ে। জাহাজমারা সেরাজুল উলুম সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী।
জুবাইদার মা নাহার বেগম সূত্রে জানা যায়, সকালে নতুন জামাও জুতা কিনার জন্য আমার মেয়ে তার বাবার নিকটে বায়না ধরে , কিন্তু তার বাবার কাছে টাকা না থাকায় আবদার রাখতে পারেনি,পরে চোখের জল ফেলে সে কাঁদতে কাঁদতে মাদ্রাসায় চলে যায়, দুপুর একটার সময় সে আবার বাড়িতে ফিরে আসে, দেখেছি সে অজু করে জোহরের নামাজ আদায় করছে, আমি তখনও রান্নার কাজে ব্যস্ত, কিন্তু কিছুক্ষণপর জোবাইদা জুবাইদা বলে ডাকি, কিন্তু মেয়ের সাড়া না পেয়ে তার নামাজ পড়ার রুমে প্রবেশ করে দেখি জুবাইদা মাটিতে শুয়ে ঘোংরাচ্ছে তার মুখে ফেনা দেখে তাৎক্ষণিকভাবে আমি চিৎকার করি, এবং তার বাবাকে কল করে জুবাইদার অবস্থার কথা বলি,পরে স্থানীয় জনগণের সহায়তায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩:২০মিনিটের সময় ভর্তি করালে বিকাল সাড়ে তিনটার সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাজমুর রহমান (রাছেল)তাকে মৃত বলে ঘোষণা করেন।
রিপোর্ট সংগ্রহকালীন সময়ে কর্তব্যরত ডাক্তার নাজমুর রহমান বিষপানের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এ সময় হাতিয়া থানা পুলিশ বিষয়টি জানতে পেরে নিহত জোহায়দা বেগমের লাশ থানায় নিয়ে যায়।
উল্লেখ্য যে, নিহত জোবাইদার বাবা মোহাম্মদ রফিকুল ইসলাম, হাতিয়া কমিউনিটি কলেজের পিয়ন পদে চাকরি করেন।