মোঃ রাকিব হোসেন স্টাফ রিপোর্টার
মাননীয় প্রধান মন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি: মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু ওয়ালাইকুম।চিঠিটি লেখার কারনে যদি ভুল করে থাকি দয়া করে আমাকে ক্ষমা করবেন। মাননীয় প্রধান মন্ত্রী,বাংলাদেশের কোন এক জেলার আনাচে কানাচে পরে থাকা আপনের এক সামান্য ভক্ত আমি। মাননীয় প্রধান মন্ত্রী, আপনেকে ভালোবেসে নৌকা মার্কায় ভোট দিয়েছি। মানুষের বাড়ী বাড়ী গিয়ে ভোট চেয়েছি। ভোটে এজেন্ট ও ছিলাম ২ বার। মাননীয় প্রধান মন্ত্রী, আপনের হাতে বাংলাদেশ খুব দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।১৯৭১ এর বাংলাদেশ, আর আজকের বাংলাদেশ এর উন্নয়নের অগ্রযাত্রা আকাশ পাতাল ব্যবধান। আমাদের জাতির পিতা,বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ।এবং তার সুকন্যা, আমাদের মাননীয় প্রধান মন্ত্রী আপনে বাংলাদেশের অনেক উন্নয়ন করেছেন। বাংলাদেশকে অনেক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।ইনশাআল্লা
এভাবেই যদি আপনে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে থাকেন, তাহলে আগামী দিনে আমরা এদেশের জনগন আপনের কাছ থেকে আরো ও সুন্দর বাংলাদেশ, এবং বাংলাদেশকে বিশ্বের একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে পাবো। মাননীয় প্রধান মন্ত্রী,এদেশকে আরোও শক্তিশালী করে গড়ে তুলতে আল্লাহ আপনেকে আরো তৌফিক দান কুরুক। মাননীয় প্রধান মন্ত্রী,আপনে এদেশের রাস্তাঘাট পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু,মেট্রোরেল, ফ্লাইওভার ইত্যাদি,এত সব কিছু করেছেন এদেশের উন্নয়নের জন্য,এবং এদেশের জনগনের চলাচলের সুবিধার জন্য। মাননীয় প্রধান মন্ত্রী,আপনে শিক্ষার্থীদের পড়ালেখার জন্য উপবৃত্তি দিয়েছেন।এবং বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা,ও আশ্রয়হীনদের থাকার জন্য সুন্দর ব্যবস্হা করে দিয়েছন। গরীব অসহায়দের মুখে খাবারের ব্যবস্হা করে দিয়েছেন। যেন এদেশের মানুষ কোনো আশ্রয়হীন এবং ক্ষুদার্থ অবস্থায় না থাকে।মাননীয় প্রধান মন্ত্রী,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুরের কথা আর তার সুকন্যা শেখ হাসিনার কথা লেখতে গেলে হয়তো বা ইতিহাসের পাতায় ফুরিয়ে যাবে, তবু ও এদেশের জন্য আপনেদের উন্নয়নের যে অবদান তার কথা লেখে শেষ করা যাবে না।যাই হোক, মাননীয় প্রধান মন্ত্রী,আমি একজন অবিবাহিত মেয়ে। সামান্য বি,এ,পাস করেছি। বাবা বেচে নেই। আমার বাবা শিক্ষক ছিলেন,আমাকে ৫ মাস বয়স রেখে ক্যান্সারে মারা গিয়েছে। বাবা না থাকালে জীবন কত অসহায় হয়ে পড়ে সেটা আপনে একটু হলে ও বুঝতে পারেন। মাননীয় প্রধান মন্ত্রী,অনেক কষ্টে বড় হয়েছি, জীবনে অনেক বড় স্বপ্ন ছিলো ভালো কিছু করবো।কিন্তু অর্থের অভাবে আর প্রতিবেশীদের শত্রুতার কারনে কিছুই করতে পারিনি । এই জীবন টাকে নিয়ে অনেক কষ্টে ভুগতিছি। অনেক হতাশা গ্রস্থ্য জীবন আমার। যা বলে শেষ করা যাবেনা। যে জীবনে কোনো কুল কিনার নেই। অনেক বার আত্মহত্মা করতে চেয়েছি কিন্ত পারিনি,পারিবারের মুখের দিকে তাকিয়ে। মাননীয় প্রধান মন্ত্রী,আপনে এই এদেশের মাথা। আপনে চাইলে দয়া করে আপনের এই সমান্য ভক্তটির জীবন টা অনেক ভালো এবং পরিবর্তন করে দিতে পারেন। মাননীয় প্রধান মন্ত্রী, এইটুকু আশা নিয়ে থাকবো আপনের কাছে। পরিশেষে এইটুকু বলবো,আপনে বেঁচে থাকা অব্দি আমরা এদেশের জনগন শুধু আপনাকেই প্রধান মন্ত্রী দেখতে চাই। আপনের হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের পথে দুর্গম গতিতে এগিয়ে যাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার।এবং বাংলাদেশ দীর্ঘজীবী হোক আওয়ামীলীগের হাত ধরে।