রবিবার, ২৮ মে ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন

পর্যটনের নতুন সম্ভাবনা পদ্মা সেতু

ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ জুলাই, ২০২২

২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সেতু শুধু যোগাযোগের ক্ষেত্রেই নয়, খুলে দিয়েছে পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার। দেশের সর্ববৃহৎ জাতীয় এ স্থাপনাকে ঘিরে এখন তৈরি হয়েছে নতুন পর্যটন কেন্দ্রের সম্ভাবনা। পদ্মা সেতুর সঙ্গে দুই পাড়ের মানুষের জীবনযাত্রাও একেবারে বদলে যাবার পালা। উদ্বোধনের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-প্রিয়জন নিয়ে ছুটে আসছেন পদ্মা সেতু একনজর দেখার জন্য। ঈদে বিনোদন কেন্দ্র হিসেবে এ জাতীয় স্থাপনাকে বেছে নিয়েছেন তারা। পর্যটন সম্ভাবনা থাকায় বিনোদনমূলক অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন।

শরীয়তপুর ১আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন,,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “জাজিরা হবে সিঙ্গাপুরের আদলে বা আধুনিক শহরের আদলে একটি শহর এ-ই জায়গায় অনেক শিল্পকারখানা হবে। পদ্মার দুই পাড় পরিকল্পিতভাবে নতুন শহর গড়ে তোলা হবে। যার মাধ্যমে প্রায় কোটি মানুষের বেশি কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর