পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছে প্রাইভেট কার চাপায় এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছেই সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার পরিচয় এখনো পাওয়া যায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা সেতু উত্তর থানার কাছে এক্সপ্রেসওয়ে দিয়ে বৃদ্ধা রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। তারা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে লাশ উদ্ধার করে পদ্মা উত্তর থানায় হস্তান্তর করে।
সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে সড়কের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় একটি প্রাইভেট কার চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় বৃদ্ধা। ফায়ার সার্ভিসের টিম এসে মরদেহটি উদ্ধার করেন। এখনো বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।