সোমবার, ০৫ জুন ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন

ঝিকরগাছায় ফুল বিপণন কেন্দ্র বাস্তবায়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সুজন মাহমুদ যশোর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২

 

 

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্র বাস্তবায়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫/১১/২২) সকাল সাড়ে ১১টার সময় বাংলাদেশ আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্র বাস্তবায়ন কমিটির আয়োজনে গদখালির বাংলাদেশ আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে পরিচিতি সভায় কমিটির আহবায়ক মীর ফারুখ আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব সাঈদ আহমেদ রেজা, উপদেষ্টা মীর বাবর জান বরুণ, আব্দুর রহিম, শের আলী সরদার, দুলাল সরকার, আব্দুর করিম সরদার, , সদস্য ইসমাইল হোসেন, আজিজুর সরদার, সাইফুল ঢালী, বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলার সভাপতি সাংবাদিক মতিয়ার রহমান, ঝিকরগাছা উপজেলা সভাপতি কে এম ইদ্রিস আলি সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে ৫১ সদস্যের কমিটির একটি তালিকা প্রকাশ করা হয় এবং পরবর্তীতে এই কমিটি আগামীতে ১০১ সদস্যের হবে বলে জানানো হয়। নবগঠিত বাস্তবায়ন কমিটির আহবায়ক মীর ফারুক আহমেদ তার বক্তব্যে বলেন, এই কেন্দ্রটি ফুল চাষীদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তব রুপ কিন্তু ২০২১ সালের জুন মাসে অবকাঠামোর প্রাথমিক কাজ শেষ হলেও নানান জটিলতায় এটি ফ্লাওয়ার সোসাইটির নিকট হস্তান্তর করা হচ্ছে না। অনতিবিলম্বে ২০১৭ সালের ১৮ জানুয়ারী সরকার এবং ফ্লাওয়ার সোসাইটির মধ্যে সম্পাদিত চুক্তির আলোকে বাংলাদেশ আমেরিকা সৌহার্দ্য ফুল বিপনন কেন্দ্রটি চালু করার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর