আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব।
এতে হুমকির মুখে পড়েছে আশপাশের শত শত বিঘা ফসলি জমি, রাস্তাঘাট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘরবাড়ি। শ্যালো মেশিনের বিকট শব্দে নষ্ট হচ্ছে আশপাশের শিক্ষার পরিবেশ। ভেঙে যাচ্ছে রাস্তাঘাট।
বালু উত্তোলন বন্ধ করতে ভুক্তভোগিরা অভিযোগ দিলেও রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসনের নীরবতায় বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন।
ড্রেজার মেশিনের শব্দে পরিবেশ দূষণের পাশাপাশি ট্রাক লরি ও মাহিন্দ্র এর অবাধ যাতায়াতে চলাচল অযোগ্য হয়ে পড়েছে গ্রামীণ রাস্তা-ঘাট। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী ও সচেতন মানুষরা
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার রথের ডাঙ্গা এলাকায় নূরল ইসলামের পুত্র শাহআলম গত কয়েক মাস ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয় এসিল্যান্ড বরাবর অভিযোগ করেও কোন সুফল পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা।
এসব বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কালীগঞ্জ উপজেলার বর্তমান ইউএনও এবং এসিল্যান্ডের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি বলে জানান এলাকার সচেতন মহল ।