শনিবার, ২৭ মে ২০২৩, ১২:৪৬ অপরাহ্ন

ঈদুল আজহার ষষ্ঠ দিনেও লাখ পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা

ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২

ঈদুল আজহা ৬ ষষ্ঠ দিনেও পদ্মা সেতু চালু হওয়ার পরে ফেরিবীহিন সরাসরি ঢাকা সহ সকল জেলা থেকে কুয়াকাটা আসতে পারায় ঈদের ছুটিতে লাখ পর্যটকদের মিলন মেলা হয়েছে কুয়াকাটায়। পর্যটকদের পদচারনায় এখনই মুখরিত হয়ে উঠেছে সুর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা।

সারা বছর পর্যকদের আগমনে মুখরিত কুয়াকাটায় বিভিন্ন উৎসবের ছুটি গুলোতে বেড়ে যায় পর্যটক সমাগম। তাই দেশের অপরাপর পর্যটন কেন্দ্র গুলোর চেয়ে সার্বিক নিরাপত্তায় এগিয়ে থাকা কুয়াকাটায় বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। ফেরিবীহিন সরাসরি ঢাকা সহ সকল জেলা থেকে কুয়াকাটা আসতে পারায় লাখো পর্যটকদের মিলন মেলা হয়েছে কুয়াকাটায় সূর্যোদয়-সূর্যাস্ত, সমুদ্রের ঢেউ, সবুজ বনানীর আপার ছোয়া আর গঙ্গামতির চরে লাল কাকড়ার অবাধ বিচরনের জন্য সাগরকন্যা কুয়াকাটা দিনদিন হয়ে উঠেছে পর্যকদের প্রিয় স্থান।

এসেছে বিদেশী পর্যটক।রয়েছে উপজাতি রাখাইন সম্প্রদায়ের জীবনাচর ও সংস্কৃতির সেতুবন্ধন, সুন্দরবনের একাংশ টেংরাগিরি বনের দৃশ্য,কুয়াকাটার কুয়া,দুইশত বছরের পুরাতন পাল তোলাা নৌকা,লালকাকরার দ্বীপ,জাতীয় উদ্ধান, শ্রীমঙ্গল বৈদ্ধবিহার ,লেবুর বন উপভোগের সুযোগ। ফলে বিভিন্ন উৎসবের ছুটিতে কুয়াকাটার দীর্ঘ বেলাভুমি মুখরিত হয়ে ওঠে পর্যটকদের পদচারনায়। পদ্মা সেতু চালু হওয়ার পরে ফেরিবীহিন সরাসরি ঢাকা সহ সকল জেলা থেকে কুয়াকাটা আসতে পারায় ঈদের ছুটিতে লাখ পর্যটকদের মিলন মেলা হয়েছে। সিকদার রিসোর্ট এবং ভিলা এজিএম  মোঃ আলআমিন খান উজ্জল  জানান কুয়াকাটায় যোগযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে দিনদিন কুয়াকাটায় বাড়ছেপর্যটক।

ইতিমধ্যে অধিকাংশ হোটেল-মোটেল-কটেজ বুকিং হয়ে গেছে।বরিশাল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কালাম আজাদ  জানান পর্যকদের নিরাপদ ভ্রমন আর নিারপত্তায় প্রস্তত কুয়াকাটা টুরিস্ট পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর